* দেখেছি ভবঘুরে,চৈতালি হাওয়ায় এই মন
   চৈত্রের আকাশে চিল,
   লেখেছি নত শিরে,অবাঞ্চিত পথিকের কথা
   ত্যাগে অনাবিল।
   চিন্তাক্লিষ্ট,বৈর্মষ্য,উত্তেজিত করে স্বভাবকে    
   আমি নই ভিন্ন,
   বধ্যভুমি,আমি চাই"না,চাই শুধু ভালবাসা  
   পাই তবু ছিন্ন।
   আগুন জ্বালাই আমি,মুক্তির রেখাপথ খুঁজে  
   দেউল"দ্বার নীড়ে,  
   আমি অবহেলিত মানব সন্তান
   হয়েছি পাথর,দুঃখ সাগর তীরে।
   যোগসিদ্ধ করেনি,দৈববিদ্যা ধরেনি
   অজ্ঞানে আমি,ধ্যান,জ্ঞান, বাদে,
   স্বাধীন সীমায় ছুটেছি,ডুবে,ডুবে
   তলানি থেকে ওঠেছি,চির,এক উন্মাদে।
   আমি আজ এক অচেনা পথিক
   নিজেই জানি"না নিজেকে,রক্ত-রাঙা হাত
   তবে কি সুখের দেখা পাবো"না?
   বারবার চাইবো"না লয়ে ত্যাগী রাত!