* আমি আমাকে ধরা দিতে এসেছি ভূবনে
    মুক্তির অহর্নিশি ডাকে,  
    সত্যের পথ খুঁজেছি,আর দর্পণে দিক বুঝেছি
    একান্ত বিশ্বাসী, বিধাতাকে।
    সত্য সিন্ধু, বিন্দু বিন্দু যদি থাকে
    শান্তির রথে জয়গাঁথা,
    ভাসি অলক্ষ্যে, যখন শয়তান পক্ষে
    বেহুশ থাকি লয়ে মাথা।
    জীবনের অগ্রযাত্রায়,কঠিন পরীক্ষা
    সময়ে ক্ষণে ক্ষণে আসে,
    অশুভ আত্মা হয়ে, বাঁচিতে স্বাধ নাই
    পূর্ণবার, দীর্ঘ শ্বাসে।
    যেখানে কালে,কালে ভেদাভেদ থাকে
    নিন্দুকের কথার ঝড়ে,
    সেখানেই দীক্ষা,আমি বলি শিক্ষা
    মিথ্যের  ঠাঁই পরিসরে।,
    জানতে জানতে বয়স যাই,হঠাৎ হারিয়ে    
    মৃত্যুর দিকে এই যাত্রা,
    সতত আরাধনা,অযোগ্য সেই সাধনা        
    সফল পাবে কি সেই মাত্রা ?


      ××××××××××---××××××××××