* আমি অযোগ্য ছিলাম,নাকি তোমার কাছেই
  শুধু তোমার কাছেই অযোগ্য?
  মনে মনে অহমিকা করেছো
  বরাবর মুখে রেখে হাসি,
  তুমি কেনো,কমবেশী সবাই জানতো
  আমি তোমায় ভালবাসি!
  আজ বুঝেছি,পৃথিবীতে কোন কাজের যোগ্য
  আমি নয়,আমাকে দিয়ে হবে ও না
  যেমন হবেনা,আমাকে দিয়ে আর
  প্রেমের কবিতা লেখা,
  তাতে বিরহের চাপ এসে যাবে!
  তেমন করে ঠিক,একদিন তোমার চোখে
  তুমি ও,জলের দেখা পাবে।
  আমি অযোগ্য ছিলাম তোমার কাছে
  তা জলের মতন পরিষ্কার,
  ভুলে যাবো,ভুলে গেছি,তা ভেবে ভেবে
  আমাকে আমি,করেছি আজ আবিষ্কার।
  একদিন, তোমার ভরসায় ছিল সব
  সাতবছর,খুব কাছ থেকেই দেখেছি
  শরীর তো আছে,শরীরের মধ্যে নেই আমি
  বিরহ,কাতর,যন্ত্রনা নিয়ে
  বদলে যাওয়া,তোমার কথাই লিখেছি।