* তোমার বিষয়ে আমার সবি অজানা
   তুমি ত জানো ফারজানা,
   তোমার একটি আবদার, আমার কাছে
   কবি হয়ে লিখতে হবে কবিতা
   তোমার জন্য, শুধু তোমার জন্য
   এত শোভা,এত ছন্দ আমি কোথায় পাবো ?
   জানি, তবু লিখতে হবে,
   এই ফাগুনে তোমায় নিয়ে লিখতে হবে
   তোমার জীবন, তোমার ভুবন আমার অজানা
   সে",কথা তুমি ত,জানো ফারজানা।
   এইতো কর্ম জীবনে আমাদের পরিচয়
   মাত্র দশ বিশেক দিন হলো,
   তাতে ও তোমাকে নিয়ে কবিতা লিখছি
   তা কিভাবে সম্ভব,তুমিই বলো ?
   তুমি চেয়েছো যখন,আমি লিখছি তখন
   তোমার পরিচিত মুখ সবিতা,
   তোমার বিষয়ে আমার সবি অজানা
   তবু তোমার জন্য,শুধু তোমার জন্য
   কলম চালাচ্ছি আমি,
   সুন্দর হতে সুন্দরের উপমিত
   অল্প সংযোজিত
   একটি নান্দনিক,কবিতা লিখবো বলে।