* এক নদী কষ্ট বুকে ধারন করে
   আর কতকাল বয়ে যাবো
   দৃষ্টিগোচর,তেপান্তরে,
   অন্ধকার,নিবীড় হয়ে ওঠেছে জীবন
   আমি ভেঁসে ভেঁসে যাই
   পথের সন্ধান আদরে।
   রমণীর মায়াবী সে চোখ,আর দেখিনা
   হেমন্ত আসার কালে,
   ভালবেসে,আর নির্জনে বসে থাকিনা
   রমণী,হারিয়ে গেছে বলে..!
   এক সময় মনে হত,আমি রাখাল হব
   মনের সুখে বাজাবো আমি বাঁশি,
   চুপিচুপি রমণী আসবে,ভালবাসবে
   দিয়ে,ফুলকিত হাসি।
   হঠাৎ একদিন, আমি প্রেমিকের
   পরাজয় হলো
   আর, রমণীর হয়ে গেলো বিয়ে
   আমাকে,এক নদী কষ্ট উপহার দিয়ে
   সেই থেকে,আমি ভেসে ভেসে যাচ্ছি
   দৃষ্টিগোচর তেফান্তরে।