অনেক বছর পর
নতুন জীবনে,নতুন সংসারে
বাঁধিলাম আমি ঘর
অনেক বছর পর।
তুমি ত বেঁধেছো অনেক আগেই
সুখের একটি সংসার,
তবে,আমি কেনো একা কষ্টই পাবো
আচমকায়,বারবার।
তুমি ত পেয়েছো,স্বর্গীয় বাসর
হয়েছো কারো বধূ,
তোমার স্পর্শে পেয়েছে কেউ
ভালবাসার মধূ।
তবে আমি কেনো পারবো না বলো
চিরকাল অন্য কারো হতে ?
তুমি যুগলবন্দী হাতের তালুয়
হেঁটে চলেছো যেই পথে,
তবে আমি কেনো পারবোনা বলো
চিরকাল,অন্য কারো হতে।
অনেক বছর পর
নতুন জীবনে,নতুন সংসারে
আমি ও বাঁধিলাম ঘর,
প্রায়, অনেক বছর পর।