* পৃথিবীর সমস্ত কিছু সুন্দর
   কিছু মানুষের,
   ক্ষুদ্র জীবনটা ও সুন্দর।
   সাজানো, ঘোচালো,
   চকচকে ও ঝকঝকে।
   শুধু সুন্দর হতে পারি না আমি।
   স্মৃতিভেজা এই নিবেদিত প্রাণ,
   চিনতে ভুল হয় আমার,
   কিছু পরিচিত মুখ
   চৈত্রের উত্তাপ রৌদ্দুরে।
   অহংকারে ঢেকেছে যাদের আকাশ
   কথায় কথায় ঢালেন যারা
   অপবাদের বৃষ্টি,
   তাদের জন্য কি আমার কন্ঠে
   ছুঁয়ে যায় লেলিহান শিখা,
   বাষ্পীয় উত্তাপ ?
   তাদের জন্যই কি,
   আমার নির্বাক হয়
   চোখের অপলক অন্তঃ দূরদৃষ্টি ?
   পৃথিবীর সমস্ত কিছু সুন্দর,
   কিছু মানুষের
   শুধু ভেতরটা হয়ে থাকে কুৎসিত।