* অনেকদিন হয়ে গেলো কবিতা
   তোমার সাথে আমার  
   যোগাযোগ খুব একটা নেই,
   কেনো নেই জানো কি? না জানতে চাও না
   যদি বলো জানতে চাই?
   তবে বলি শুনো,আমি নেই আর
   আগের শান্ত মনের ছেলেটি,
   আমি নেই আর,আগের সহজলভ্য
   সেই ছেলেটি।
   যেমন ভালবাসা হারিয়ে ফেলার কষ্টটা ও
   যেভাবে মেনে নিয়েছি বরাবর
   সেই ছেলেটি এখন আর নেই কবিতা।
   কঠিন সময়ের সাথে যুদ্ধ করে
   আজ আমি পরাজিত সৈনিক,
   বাস্তবতার জীবন বৃত্তান্তে আজ ও আমি
   পদলালিত্য।
   আমি হেরেছি,
   হেরে বসে আছি অভাগার মত
   যারে দেখলে নদী শুকাইয়া যায়,  
   যারে দেখলে সবাই হাস্যবোধ করে
   এই যে নির্বোধ,তারে চেয়ে দেখ!
   যে সৃষ্টি হয়ে স্রষ্টার কাজে আসে না  
   তারে দেখলে জগতের কেউ ভালো বাসে না
   তারে চেয়ে দেখ।
   কবিতা,ভাষার কসম আমি লিখতে চাই
   কিন্তু লিখতে ওরা দেয়না,
   সত্য কথন লিখি যে আমি,তাইতো সমাজ
   সহজ ভাবে নেয় না।  
   কবিতা,ভাষার কসম আমি লিখতে চাই
   কিন্তু ওরা যে লিখতে দেয়না।