* নামে যখন ছাত্র,লাফালাফির পাত্র
    লীগ করো বা দল করো,
    নেতা হতে শ্লোগান ধরো
    কর্ম যখন ভিক্ষা,ঘুষ হল তার শিক্ষা  
    লেখাপড়া করে আর কি হবে,
    আমি বলি হে' নেতা গান্ধি ভবে।
    হাফ নেতা হও,ফুল নেতা হও
    অস্ত্র হাতে যাও জংঙ্গলে,
    তুমি কি দেখেছো মানবতা মরে
    বাঘের থাবায় অ'মঙ্গলে।
    নেতা তুমি আজ,মামার জোরে  
    আমি হলাম হাবা,  
    যা লিখি ভাই,তা দেশে নাই  
    আছে নেশার রাজ্যে ইয়াবা।
    রাজ সরকার,রাজার আইন যদিও
    রাখি,মনের মন্দিরে,  
    সত্য বললে,চির উস্কানি দাতা
    এবার হও তুমি বন্দি রে।  
    হঠাৎ জাগিয়া নিভে যায় শিখা
    নগরে যখন শিশু খুন,
    ওরে হতভাগা চুপ যা এবার
    জ্বলবে যে তর পাচাই আগুন।
    তখন কে নিভাবে,আগুন রে ভাই
    কে ঢালবে পানি?  
    আমি নিজেরে নিজে পাগল বলে
    তোমাদের মানুষ বলে জানি।