* তুমি আজ নেই, বালিকা
   তোমার জন্য,মোর বাগিচায়
   ফুটেনা আর ফুল,
   আমি আজও আছি বালক
   বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি
   আবেগে করি ভুল।
   তুমি আজ নেই,বালিকা
   পুকুরঘাটে হয়না আর বসা
   বিরক্তিকর,মারিনা আর মশা
   আমি আজও আছি বালক
   তবু,চড়িনা বকুল গাছে,
   লোকে বলেনা কথা আর,পাচে।
   তুমি আজ নেই,বালিকা
   তোমার স্মৃথি কেনো আমায়
   অতীতে নিয়ে চলে ?
   তাইতো লোকে,আজও আমায়
   পাগল,পাগল বলে।