* ওরে অভাগী, কালনাগিনী, ছলনাময়ী
              মিন্নী,
তুই না হতে পারলি নয়নের,
  না হতে পারলি রিফাতের
  সংসার জীবনের গিন্নী,
ওরে অভাগী, কালনাগিনী, ছলনাময়ী
             মিন্নী।
তোর কেন এত লোভ, চাওয়া পাওয়া খুব
       দুটি বন্ধু কে ফাঁসালি,
শুধু বরগুনা নই,সারা বাংলার মানুষের
       হৃদয়টা রে ভাসালি।
অকালে মরলো দুটি তরুণ, তর সুবাদে
    তাইতো, তোর চাই ফাঁসি,
মিডিয়ার সামনে,নাটক করে কাঁদিস
      কিন্তু অন্তরে দিস হাসি,
     তাইতো তোর চাই ফাসি।
আর যেন না হয়,মেয়ে নিয়ে কোন ভয়
    সুবিচার করা হউক তাতে,
   অকালে মরলো দুটি তরুণ
    তোর, ভালবাসার হাতে।
তোর বিচার চাচ্ছে, রিফাতের বাবা
তোর বিচার চাচ্ছে, নয়নের মা,
তোর এই দুষ্কৃতি কর্মের জন্য, মিন্নী
   বাংলার জাতী করবে না, তোকে
      কোনদিন ও ক্ষমা।