* আমি মানুষের মুখে কটু কথা শুনতে শুনতে
   আজ ভাস্কর্যের মত,পাথর হয়ে গেছি ,
   জমিদারের পুরনো দেয়ালের মত আজ
   আমি খসখসে রংচঙা হয়ে গেছি।
   হে জাতি তোমারা,যত পারো,আমাকে
   দূরে ঠেলে দাও,অবহেলা করো
   আমি আর মুখফুটে কিচ্ছু বলবো না
   কারন,বাস্তবতার পরশ মেখে,আজ আমি
   ভাস্কর্যের মত পাথর হয়ে গেছি।  
   আমি আর শিশুর মত কাঁদবো না,
   যুবকের মত প্রতিবাদ করো না
   বৃদ্ধের মত বসে বা শুয়ে থাকবো না
   আজ আমি,ভাস্কর্যের মত পাথর হয়ে গেছি।
   আমি জননীর কোলে মাথা রেখে,চিৎকার করে
   আর "মাগো" মা, বলবো না,
   আমি রমণীর চোখে,চোখ রেখে,আবেগ ধরে
   আর ভালবাসি বলবো না।
   কারন,আমি জয়নুল আবেদিনের আঁকা
   ছবি হয়ে গেছি ,
   হারনো ক্যানভাসের,সময়ের ঝরা পথে।
   আমি আর অন্যায় দেখলে,গর্জে ওঠবো না
   অনাহরীর পক্ষ লয়ে,কথা আর বলবো না,
   আমি কলমের কালিতে,সত্য আর লিখবো না
   আমি মানুষকে সম্মান করতে আর শিখবো না
   কারন পৃথিবী বদলে গেছে,আর
   আমি ভাস্কর্যের মত পাথর হয়ে গেছি।