আজিকে পঁচিশ বসন্তের চৌকাঠে পা
      সমস্ত দিন,রাত খোলা,
দুই হাত উঁচিয়ে কৃতজ্ঞতা জানাই
      ভক্তিতে প্রভু, উতলা।
চলছে বেড়ে সময়ের তাগিদ, রণে
     বয়সের ঋণ বোঝা,
ইচ্ছেরা ডানা মেলে বর্ণীল আকাশে
      সফলতা, এত সোজা।
মোমবাতি, কেক কেটে, আনন্দ করিনা
    কে জানে, প্রভুর খেলা ?
আমি শান্ত, সম্মানের খুব কাছাকাছি
     এভাবেই কাটে বেলা।
আজিকে পঁচিশ বসন্তের চৌকাঠে পা
     নতুন প্রয়াসে শক্তি,
অবাক, পৃথিবীকে দেখি, কবিতা লেখি
    প্রভুর আকুলে ভক্তি।
আমার পঁশিচ বসন্তের চৌকাঠে পা
      সৃষ্টির দিগন্ত পথে।