* আজ পহেলা বৈশাখ গুরুগুরু ডাকে  
         আষাঢ় ছোঁয়া নব দৃষ্টি,
  বৈশাখী ঝড়োমেঘ থেমে থেমে আসে
         বঙ্গে নিয়ে শিলাবৃষ্টি।  
  আমের ডাল, লিচুর ডাল ফলে ফলে  
       ধানের শীষে ভাগ্য ক্ষতি,
   দূর্যোগে জনবল বিঘ্নিত অলস্য বাস  
         ভাঙা' নিরূদ্দেশ গতি।
  আজ পহেলা বৈশাখ মেলা বসেছে মেলা    
           বটতলায় হবে ভীড়,  
   কাঁদাজল পাড়ি দিয়া মানুষ যাবে
           আনন্দে সমাগম ধীর।
   নাগরদোলা চড়বো ঘুরে প্রাণ-মন  
      দেখি বাচ্চারা বাজাই বাঁশি,
   রমণীরা যদি পেল কাচের চুড়ি  
         মুখ-উজ্জ্বল রাঙা হাসি।
আজ পহেলা বৈশাখ বাঙালির হৃদে  
        আনন্দ, উৎসবের বন্যা,
বঙ্গে নব জাগরণ র্যালি পথে  
        সংস্কৃতি, ছন্দ অনন্যা।
আজ পহেলা বৈশাখ বছর ঘুরে এলো।  


  *********--*********