আমি বৃষ্টি ভালবাসি, বেশী ভালবাসলে
       আবার হয়ে যাই বন্যা,
আমি পাহাড় ভালবাসি, জল গড়িয়ে
         তাই, হয়ে যাই ঝর্ণা।
আমি সবুজ ভালবাসি, বেশী ভালবাসলে
          রূপ নেই জঙ্গল,
আমি ঈশ্বরকে ভালবাসি, শুদ্ধতায়
        মোর কল্যাণে মঙ্গল।
আমি আকাশের নীল রং,ভালবাসি
      সদা, কালো মেঘে ঢাকা,
আমি ভালবাসি, প্রথম দিনের চাঁদ
       তা ও নাকি হই বাঁকা।
আমি ভালবাসি নারীকে, আবেগী হয়ে
     তাইতো দিল তাড়িয়ে,
কথাটা মৃষ্টি গলার নই, বিরক্তি
   ভেঙ্গে গেল সীমা ছাড়িয়ে।
আজকাল আর ভালবাসিনা, নারীকে
     যদি আকাশ ভেঙ্গে পড়ে,
তখন কি করবো, পুড়া কপালে আমি ?


   *********----********