* কখন, কিভাবে টিক টক শব্দে
   পালিয়ে যায় সময়ের পাতা
   সকালে,পূবের গায়ে সূর্য,
   গৌধূলি লগ্নে,গগনে সন্ধ্যাতারা।
   অতঃপর, সাগরে ঢেউ ওঠে
   আর, বাগানে ফুল ফোটে!
   আকাশ নীলে উড়ে যায়
   কিছু, রাশি রাশি মেঘ,
   হয়তো কোন এক নিশিতে
   মন থাকে খুব বিষণ্ণ,
   তার মাঝে উঁকি দেয় ভালবাসা
   আর কবি দেয় ত্যাগ।
   আচ্ছা, কেউ কি বলতে পারো ?
   কিভাবে হারিয়ে যায়, বিবর্তনে
   পুরনো সেই দিনগুলি।