অনেকদিন হয়ে গেলো,তোমাকে দেখি না
আমার প্রাণের ক্যাম্পাস,
কত স্মৃতি উঁকিঝুকি মারে, হৃদয়মাঝে
কষ্টেরা দিয়ে যায়, উপহাস।
প্রাণপ্রিয় বন্ধু-বান্ধব,জানি না এখন কোথায়
কলেজপাড়ায় নতুনদের ভীড়,
পুরনো দিনগুলি আর পায় না খুঁজে,
উৎকণ্ঠায়, হয়েছি অধীর।
চিরচেনা অলিগলি, আজ আমায় চিনে না
চিনে সব নতুনত্বের মুখ,
বাস্তবতার পরশে, বিলীন হয়ে গেছি আমরা
আহা্ কি যে ছিলো বন্ধুত্বের সুখ।
কৃষ্ণচূড়ার সেই ডালে, কৃষ্ণচূড়ার ফুল
এখন ও দিব্যি ফোটে,
পাতাঝড়া শব্দে ঘুম ভেঙ্গে যেতো,ভোরের রবি
এখন ও আগের মতই ওঠে।
আগের মত হয়না জাগা,সকাল সকাল আমার
ব্যাগ কাঁধে,কলেজ হয়না যাওয়া,
অনেকদিন হয়ে গেলো,তোমাকে দেখি না
আমার প্রাণের ক্যাম্পাস,
তাইতো স্মৃতির পাতায় পরশ ভুলিয়ে
মিছে মিছে অতীত ফিরে চাওয়া।