* ছিন্নভিন্ন কাচের টুকরার মত এই হিয়া
             রক্তবর্ণ দেহে ক্ষত ,
পরিচয়ে আমি মানুষ নাকি আগুনের নদী      
            অভিশাপ আছে যতো।
  বিস্মিত চারদিক,আজি সমর্পণ করলাম
          সেই সম্পত্তিরূপে দাম,
  কথা দিলাম, কিশোরীর মুখে থাকিয়ে    
             এই মর্মে  
          ধরিব না বদনাম।  
দূর পরবাসিনী, শিহরণে উত্তাপ ঝরে যৌবনে
        ভালবেসে চমকে ওঠি,  
আকাশ বাতাস কষ্ট উড়াই জীবনের পাড়ে
        আজিকে আমার চির ছুটি।
দেউলিয়া আমি সর্ব ত্যাগে বন্ধন হারা বন্ধায়  
             ভীবসৎ ক্ষয়রোগে,
  হেটে চলি রাত্রি দিবানিশি পরাজিত সন্ধ্যায়  
        প্রাপ্য পাইনি আমি ভোগে।
নির্মম ক্লেদে মাথাব্যথা,তবু সুখ দুঃখ লেখি
          আশঙ্কা নেই সেই জনে ,
হাসি,কান্নার মাঝে উপহাস করে চেয়ে দেখি  
           আদৌ প্রেম নাই মনে।


   ××××××××××××----×××××××××××××