* শাপলা আমার প্রিয়, না, না
বকুল আমার প্রিয় ফুল,
বকুলের মালা গাথিয়া সখি
পরেছো গলে আর,
কানে দিয়েছো দুল।
শাপলা আমার প্রিয়, না, না
বকুল আমার প্রিয় ফুল।
সন্ধ্যামালতী, জুঁই, কিংবা জবা
আমার প্রিয় ফুল না,
তোমার ভেজামাখা চুলে
লাল গোলাপটার
হয়না কোন তুলনা।
হাসনাহেনা, পলাশ, চামেলী
আমার প্রিয় ফুল না
বসন্তের কালে কত দেখেছি তোমায়
কৃষ্ণচূড়ার লাল পাপড়ি উপর দাঁড়াতে
নিশ্চয় তুমি ভুলে গেছো ?
আমি ভুলিনি, কখনো ভুলব না।
বকুল আমার প্রিয়,
শাপলা আমার প্রিয় ফুল না।


তারিখ:- ০৮/১২/১৯ ইং
সময়:- রাত ০৯ বেজে ২৫ মিনিট।
স্থান:- মিরপুর, ঢাকা, বাংলাদেশ।