* তন্দ্রাহারা এই নয়নে, কার ছবি ভাসে
   যেখানে শুরু, সেখানেই রাত
   আমার কেবলই রাত
   মৌনতার অভাব, শুধুই অভাব
   ভালবাসার কোমলতা
   অতো বড় চোখ আমার, সত্যিই
   আমি আগে কখনো দেখিনি।
   আয়নার মাঝে নিজেকে তেমন
   দেখা,হয় না অধীর আগ্রহে।
   কি লাভ আয়নায় নিজেকে দেখে
   এত সুখ আমার পাপ্য নহে।
   কেউ ভালবেসে আজও কাছে আসেনি
   জানি কোন দূরত্ব নেই, বন্ধুত্ব নেই,
   নেই কোন মনের মত বালিকা।
   শুধু মনের কিণারে ঝুলে আছে
   কিছু প্রশ্নবোধক তালিকা।