প্রভু আমার এক ভরসা,আমার ভুবন জুড়ে
সৃষ্টি হয়ে কেমন করিয়া স্রষ্টাকে রাখি দূরে।
একনিষ্ঠ,অনুগত্য,শির নত করি পরিশেষ
      সন্ন্যাসী আমার পথের আলো
         স্বপ্নে আসে দরবেশ।
      তোমরা যতই করু ফন্দি
          মিথ্যের সিন্ধু কূলে,
   আমি প্রভুর কাছেই বন্দী,যুগে যুগে
           সত্যের পাল তুলে।
   তোমরা আমাকে পালাবে মসিবতে
            যতই তুলো ঝড়,
  প্রভু আমার এক ভরসা,চির কল্যাণে
            এই না জীবনভর।
    আমি ত হাসিবোই,চির বিশ্বাসে
           আমার মাঝে তিনি
   চোখে না দেখিয়া,অদেখা প্রভু রে
             মুক্তিবারে চিনি।
    আঁখি খোলো হে অসাধু লোক
           নিজেদের কল্যাণে,
  আমি ত ফিরেছি,সাধন করিয়া মগ্নে
               নির্জন ধ্যানে।
  সকলের মাঝে তাহার প্রকাশ বিদ্যমান
         তোমরা পাও না কেনো?
  আগে ত্যাগের মাঝে নিজেরে বিলিয়া  
            মানুষ হতে চিনো?
  অনলে পুড়িয়া,অহংকার শেষ করো
              দেহ হবে মাটি
  দেখিবে তোমারি সবপথ খুলে গেছে
           তুমি হয়েছো খাঁটি।
     আমার পিচে আর না লাগিয়া
         প্রভুরে তালাশ করো!
     দেখবে তোমরা অতল গভীরে
           বিবেকের পথ বড়।
প্রভু আমার এক ভরসা,আমার ভুবন জুড়ে
সৃষ্টি হয়ে কেমন করিয়া স্রষ্টাকে রাখি দূরে।
একনিষ্ঠ,অনুগত্য,শির নত করি পরিশেষ
      সন্ন্যাসী আমার পথের আলো
           স্বপ্নে আসে দরবেশ।