দিন দিন আমরা কোথায় যাচ্ছি
দেশ কি হচ্ছে সভ্য?
মুখোশের আড়ালে,অন্ত জালে
হাজির,শিক্ষিত চোর নব্য।
আমরা,কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলে
জ্ঞান অর্জনে যাই,
প্রকৃত শিক্ষা, সৎ আদর্শ
ক'জনে বলো পাই?
গ্রেজুয়েশন শেষ করিয়া,নানা পদ
হাসিল করি আমরা,
তারপর শুরু,আসল খেলা,মানুষের
তুলে ফেলো চামড়া!
দুর্নীতি আর রাহাজানির চাদরে
বিশাল বিশাল ফাঁদ,
তাদের জালে,পড়ছে ধরা,আমজনতা
জীবনটা যে বরবাদ।
দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী
জ্বালানি তেল বা গ্যাসের কথা কি বলবো
বিশ্বের সাথে তাল মিলিয়ে
তবু আমরা চলবো!
অনায়সে,গরীব মরবে,বেকার মরবে
আর কি বলো চাও,
মানুষের ঘাম,আর রক্ত দিয়ে হলি খেলে
বুঝি,তবেই শান্তি পাও?