আর কতকাল পরম আত্মীয় লোকগুলো
আমাকে ভুল বুঝবে কারনে, অকারনে
  আমার জন্যই কি, ঘুর্ণিঝড় ফনি আসা
  আমার জন্যই কি, দমকা বাতাস, শিলা বৃষ্টি
তছনছ করে বঙ্গ, আমার জন্যই কি অনাসৃষ্টি।
আমার জন্যই কি, আকাশে মেঘ উড়ে
আমার জন্যই কি, চৈত্রের উত্তাপ রৌদ্দুরে।
আমার ভুলে কি আজ, ধ্বংস আসে ধ্বংস
তবে তোমরা আমাকে করে দাও নির্বংশ।
আর কতকাল সত্য বলার জন্য শাস্তি পবো,
অন্যায়ের প্রতিবাদ করে, প্রিয়জন হারাবো।
আর কতকাল, গায়তে হবে মিথ্যের গান,
হঠাৎ জানালার গ্লাস ভাংঙ্গে,  বিধ্বস্ত বাতাসে,
প্রকৃতি, আমার চোখে তাণ্ডব বিষণ্ণ আর হতাশে।
আর কতকাল  আশায় আশায় সকাল হবে
বুঝবে না, কেউ আমার সমস্ত কথার ভাষা,
শব্দ তার প্রতিবিম্ব, আমাকে করবে দান
আর কতকাল আমাকে এভাবেই থাকতে হবে
চুপচাপ,ঝুপঝাপ, ছন্নছাড়া গতিহারা
  উতাল পাতাল, উদ্ভাস্তিত একাকিত্ত্বের মাঝে
সাধু, সন্ন্যাসী, কিংবা ফকিরে, আর কতকাল।