-আর কতকাল বেকার থাকবো
       আর কতকাল,
আর কত রজনী, কাঁদাবে বল
     আছি, নাজেহাল।
আর কত, শহরতলিতে যাবো
       চাকরির খুঁজে,
ভবঘুরে আমি, ছন্নছাড়া কবি
      পথাচারী বুঝে ?
আর কত অভাবে অভাবী হব
      ত্যাগে নিরুদ্দেশ,
সব প্রশ্নের উত্তর, নেই জানা
      সময় কি শেষ ?
আর কত আবেগের নদী হব
      আসবেনা কেউ,
আর কতকাল, বোবা হয়ে রবো
     আঁখিজলে ঢেউ।
আর কতকাল বেকার থাকবো
      আর কতকাল।
××××××××××××---×××××××××××