* নয়া দিগন্ত,নতুন বসুন্ধরা
   এই শহরে পা"রাখলাম আমি
   প্রসন্ন প্রভাতে,আজি আমার যাত্রা শুরু
   স্মরণে আমার,কবিতা সম্রাজ্ঞের গুরু!
   আমাকে দেখাবে পথ,দীপ্ত আলো
   চেতনা ভরা এই মন
   দুর্বার রাখিয়া গতি,
   পথ কভু নহে,চির অন্তহীন।
   চলবি তো,দেখে শুনে চল
   বলবি তো,সত্য কথা বল?
   আজ কেউ,সহজে সত্য বলতে চাই না
   মিথ্যের পঁচা মুখে,ধরে শুধু বায়না।
   অতীত,বর্তমান,ভবিষ্যত,গোলকধাঁধা
   তবু বিন্দু,বিন্দু,ছায়াপথে
   নয়া দিগন্তে,নতুন বসুন্ধরায়
   এই শহরে পা"রাখলাম আমি।