* কোন একদিন,আমার তীব্র কন্ঠে,
   তুমি,কবিতা শুনতে চাইবে
   অধীর আগ্রহে,
   আর সেদিন,আমি তোমার কাছে
   আসতে পারবো না,
   শুধু,সামাজিক দূরত্বের কারনে।
   হয়তো সেদিন,তোমার চোখের জলে
   ভেসে ওঠবে আমার ছবি।
   আকূল তিয়াসে,আপন প্রিয়া"সে
   ডাকবে আমায় কবি।
   কোন একদিন,আমার যৌবনে
   বসতে চাইবে তুমি,
   আমার বুকে,তোমার মাথা রাখতে
   স্বপ্ন দেখবে তুমি।
   আর ঠিক সেদিন,আমি হব
   অন্য কারো আশা,
   কোন একদিন,আমার কবিতায়
   হাত ভুলিয়ে,তুমি দিবে ভালবাসা।
   সেদিন,আমার সব কালিমা
   মুক্তি দিবে আমাকে।
   হয়তো,
   কোন একদিন,আমার তীব্র কন্ঠে
   তুমি,কবিতা শুনতে চাইবে
   অধীর আগ্রহে।
   আর সেদিন,আমি তোমার কাছে
   আসতে পারবো না,
   শুধু,সামাজিক দূরত্বের কারনে।