এই জগতে,যে বা যারা
মন দিয়ে ভালোবেসেছে
তারাই খেয়েছে ধোঁকা,
তুমি থাকে ভাবতে পারো
ভাবতেই পারো,বোকা।
সত্যিকার অর্থে ভালোবাসলে
প্রেমিকার নিকটে,
বোকাই হতে হয়
অন্য কিছু হওয়া যাই না!
কেননা,
তারা তো এক ধরনের স্বার্থপর।
রঙিন,রঙিন স্বপ্ন দেখিয়ে
সবশেষ,ভাঙ্গে ঘর!
পুরুষ হলো,আবেগী,উদাসী
আর,
তারা তো এক ধরনের স্বার্থপর।