তোমাকেই লক্ষ্য করে,আমার এ পথচলা
আকাশ পানে থাকিয়ে দেখি,
আকাশের রং,লাল,নীল,কালো ও মেঘলা
এখনি বৃষ্টি ঝরবে নাকি?


শীতল ছায়া পুকুর পাড়ে বসি আনমনে
ও"মা কদম ফুটেছে ডালে
বুলবুলি উড়ে এসে,কদমের ডালে বসে
শরৎ এসেছে এই কালে।


তোমাকেই লক্ষ্য করে,আমার এ পথচলা
প্রকৃতির লাবণ্য কে দেখি
আর সবুজের সমারোহ,মনোমুগ্ধকর
দেখে দেখে কবিতা ও লেখি!


কবিতার মাঝে বেঁচে থাকে আশা,ভালবাসা
তোমার আমার সেই গল্প
কবিতার রূপ,কবিতার ছন্দ,বদলায়
মানুষের মত খুবই অল্প।