আমি অনেক খুঁজেছি,খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছি
দেখা পায়নি,সেই রাজকন্যার
আমি অনেক হেটেছি,হেটে হেটে শান্ত হয়েছি
চির ছায়ামাখা পথ,অনন্যার
অন্ধকারে আমি আলোর রেখা খুঁজেছিলাম
যৌবনের প্রতীক হাতে পেয়েছি শুধু পাপ
তড়িৎ গতিতে,
জীবনের বীজকম্প্র তুলেছিলাম
মিঠাতে কামনার উত্তপ্ত সেই চাপ।
আজ ভুল ভেঙ্গে গেছে আমার,বড় ধাক্কা খেয়ে
খুলে গেছে চোখ,লেনাদেনা শেষে
কিছু শুভ্রতা,কিছু উষ্ণতা,ছড়িয়েছি,হারিয়েছি
জীবনের মাঝপথে এসে।
রক্তাক্ত হৃদয়,কিশোরীর চোখে জল দেখেনি
দেখেছিলো আমার প্রতি হেলা,
চোখের চাহনি,আর পূর্ণ হাসির মাধুর্য দিয়ে
করেছিলো,নষ্টামি এক খেলা।
একদিন,সব অবসান ভুলে,হৃদয়ের দ্বার খুলে
মনের মনিকোঠায় বসলো বধূ
সেদিন থেকে বুঝেছি,কাকে বলে ভালবাসা
তাতে আছে,জমানো কত মধূ।
আমি অনেক খুঁজেছি,আর অবশেষে পেয়েছি
আমার বধূবেশে,সেই রাজকন্যা।