* সফলতা মানে উন্নত শিরে ধাপে ধাপে
    এগিয়ে যাওয়া নহে
    সফলতা মানে হাজারো বাঁধার পড়ে
    ঘুরে দাঁড়ানোর চেষ্টা।
    বিনা বাঁধায় পাহাড় স্পর্শ করাকে
    সফলতা বলে না!
    সফলতা হল শত বাঁধা বিপত্তিতে ও
    জীবনকে এগিয়ে নেওয়ার নাম।
    যশ,খ্যাতি,অর্থ,প্রাচুর্য থাকলেই
    সফল হওয়া যায় না!
    ব্যর্থ হতে হতে,ত্যাগ দিতে দিতে
    যে সুখ পাওয়া যায়
    নিঃসন্দেহে,তাকে ও সফলতা বলে।
    মনের সুপ্ত বাসনা,মনোবাঞ্ছা হারালে
    চেতনাকে আবারও উজ্জীবিত করে
    জোর কদমে এগিয়ে চলার নামই
    বাস্তব প্রেক্ষিতে সফলতা।