আমার ভালবাসা ঝরে যাওয়া
পুষ্পের মতন,
কলি থেকে ফুল,তারপরেও ভুল
করিলে যতন।
নিয়মের তালে তালে শুকিয়ে যায়
ঝরে যায়,মাটিতে
যতই ভালবাসি,ততই দূরে সরে যায়
কিছু ভুল ত্রুটিতে।
আমার ভালবাসা,দেয়াল থেকে
খসে যাওয়া ইট
ভাগ্যের নির্মমতায়,বদলে যাওয়া
সেই হার্টবিট।
আমার ভালবাসা বাদল দিনের
উড়ন্ত এক মেঘ,
যখন তখন নামে বৃষ্টি,সাথে
বিরহের গতিবেগ।
আমার ভালবাসা,অভিমানের চাদরে
ঢেকে থাকা হাসি,
খুব কষ্ট হয়,তারপরেও পাগলের মত
তারেই ভালবাসি।
আমার ভালবাসা ভিখারির ন্যায়
অনুতপ্তে ক্ষমা,
সে'তো বুঝে না,হায়,অভিমানীরা
তাহার ভিতরে জমা!
আমার ভালবাসা,মরু কান্তর
আকাশ পাতাল গিরি,
যেমনটা ছিলো,লাইলি,মজনু
ফরহাদ অথবা সিড়ি।
আমার ভালবাসা শুন্য হতে
চেতনা নিয়ে জেগে ওঠে,
কঠিন তপস্যায়,অসাধ্য সাধন
গোবরের ফুল ফুটে।
আমার ভালবাসা,ভুবনজুড়ে
ত্যাগের মহিমায় সুখ,
হারিয়ে যেতে যেতে,তব ফিরে আসে
জন্ম দিয়ে,ঝর্ঝরিত দুঃখ।