* সুহাসিনী পদ্মরাগে,তোমার সেই
   প্রেমের পদ্ম
   খুঁজেছি,সকাল দুপুর,
   স্বপ্নলোকে স্পষ্ট শুনেছি আমি
   রিনিঝিনি শব্দ
   তোমার পায়ের নুপুর।
   তোমার নাম জানিনা
   তোমার দেশ চিনিনা
   রূপসী তোমায় চিনি,
   ভালবেসে আমি,তাইতো তোমার
   নাম রেখেছি,সোনায় সুহাসিনী।
   সুহাসিনী প্রাণে জাগে ভরপুর
   কামনার তাপ,উত্তাপ
   যৌবনের ভরা আগুন,
   তোমায় পেলে,একটি সকাল
   হিমেল দুপুর
   হত সুখের ফাগুন।
   সুহাসিনী,বলো কোথায় যাবো
   খুঁজতে তোমায়
   কেমনে পাবো,তোমার মন?
   কল্পনা না নহে,বাস্তবে কি
   তুমি হবে আমার,হবে আপনজন।