আমি প্রকৃতিকে ভালবেসে কবিতা লিখি
নারীদের সম্মান করে সেই কবিতায়
আল্পনা করি।
আর মুগ্ধ হয়ে বলি,ভালবাসি,ভালবাসি
প্রকৃতি তোমাকে।
যেখানে কোনো স্বার্থ নেই,আর
হাত বাড়ালেই ছোঁয়া যায় না
মিথ্যের আকাশ।
ধরা যায় না,অবহেলার বৃষ্টি,
প্রকৃতি আসলেই তুমি উত্তম রূপবতী
আর বাকী যা দেখি আমরা
হয়তো তা মিথ্যে,না হয় সাঁজানো নাটক!
আচ্ছা,সবকিছু ত বুঝলাম
আসল প্রেম কি খুঁজলাম?  
অন্তর পুড়িয়ে হয়েছি খাঁটি,
মায়ের মমতা,প্রভুর ক্ষমতা
চিরকাল রবে খাঁটি।
আর বাকী যত প্রেম তা অভিশপ্ত ,
যা ভেবেছি,আমি তাই কি পেয়েছি ?
সোনার দেহ যে হল অবশেষে মাটি।