* মানুষ দুচোখে  যা দেখে
   তার মধ্যে ও ভুল থাকে,
   মানুষ যা উপলদ্ধি করে ভাবনায়
   তার মধ্যে ও ভুল থাকে..!
   ভুল যদি নাই থাকবে..
   তাহলে মানুষের চিন্তা দ্বারা
   প্রায়শ নিজ স্বার্থে
   মিথ্যের দিকে অবিচল থাকে কেন..?
   জানার কোন শেষ নেই,
   জানার কোন নির্দিষ্ট বয়স নেই..!
   জানার কৌতূহলে,ইচ্ছা পোষণে
   নিজেকে সমর্পণ করলে
   তবেই পাওয়া যায়
   বাস্তব নির্দেশনায় সঠিক কর্মের যুক্তি
   যা তোমাকে,আমাকে দেখিয়ে দিবে
   সেই কাঙ্ক্ষিত প্রতীক্ষার,
   চেষ্টার অবসানে
   পথপার্শ্বে সেই পথ মুক্তি...!


***********---**********