* চক্ষু ভেজানো অশ্রুরা, লুকাতে জানেনা
   বৃষ্টি হয়ে ঝরে যাই,
   কলমের কালি, শুকিয়ে যেতে পারেনা
   ইতিহাস হয়ে থেকে যাই।
   আমার অতীত কখনও ভুলে যাবার নহে
   কেননা, তা দুঃখ হয়ে ফিরে আসে।
   আমার জীবন একাকীত্বের কথা কহে
   জানিনা, কেউ কি আমায় ভালবাসে।
   এক কিশোর থেকে, যুবকে পরিণত আমি
   বাস্তবে, চোখে দেখি ঝাপসা,
   আমার যত ছিল আবেগ, যদি সত্যি হত
   কোন ক্ষীর্ণ আলোয় আবছা।
   তাহলে আমি হয়তো মানুষ হতে পারতাম
   আর,একটা শান্তির পথ ধরতে পারতাম।
   আজকাল,সত্যিই আমি দিশেহারা, পথহারা
  এক ভয়াভহ অন্ধকার গলির, শহরতলী তে
  দৃশ্যমান মূর্তিরূপে দাঁড়িয়ে আছি আমি।