* আমি একজন সৃষ্টির সেরা জীব, মানুষ
তার মানে, সবি চিরধার্য বক্ষে, এই না যে,
সাতখুন মাফ, আমি বা তাদের জন্য, ভবে
যা,মন,চাই তাই করবো, কোন নেই মানা ?
অক্ষরের বৃত্তান্তে ভুল, সবি ভুল, হঠাৎ !
পড়বে মনে বিদায় বেলা, সত্য,মিথ্যা ভয়
লোভের নেশায় মত্ত্ব থেকে কি করেছ জয়।
পড়বে মনে বিদায় বেলা,সত্য মিথ্যে ভয়।
অন্যমনে গহীন কাননে, পাপ জন্ম দিলি
সামনে পাতা ফাঁদ,জীবন বরবাদ পাপী,
হুজুরের মতে, শেষ সুযোগ, তওবা,হতে
এখনও আছে সময়, হয়ে যারে অনুতাপী।
নয়া দিগন্তে উড়িয়ে দে, ঐক্য, শান্তিতে দৃষ্টি
মৃত্তিকা হতে সৃজন মোরা, স্রষ্টার প্রেমে সৃষ্টি।
আমি একজন সৃষ্টির সেরা জীব, মানুষ
তার মানে, সবি চিরধার্য বক্ষে, এই না যে,
সাতখুন মাফ, আমি বা তাদের জন্য, রবে ?