* সৃষ্টি হয়ে খুঁজতে যাই আমরা নব্য আবিষ্কারে
          বহুবিদ অজানা সৃষ্টির সমতা,          
  এলিয়েন খুঁজি, নিত্য নতুন গ্রহ খুঁজি সন্ধানে
      শুধু বুঝিতে চাহিনা, স্রষ্টার ক্ষমতা।
   ভূ-যদি হয় গোল, সব সাগর,নদীতে থাকে কূল
        এমনি, করে কানন, গিরি, ঝর্ণা,  
  বৃক্ষের সবুজ পাতায় বাতায়ন দুল খাই স্ব-ছন্দে
         মানব দেহে অক্সিজেন অনন্যা।
  আকাশপট নীল, শূন্যে ভাসমান, ধূয়াশায়
      চন্দ্র, ভানু, তারকা, গ্রহ, রশ্মিতে
  উত্তরমেরু, দক্ষিণমেরু, প্রশান্তসাগর গহীন বনানী    
     অনুরেখা ভস্মে, বিগ ব্যাঙেতে।  
স্রষ্টার আবিষ্কৃত  বহু সৃষ্টি, অগনিত আছে
      সৃষ্টির সেরার সেরা, হল মানবে !  
মৃত্তিকা, জল বাতাসে ঘঠিত, সেই পরিক্ষিত প্রাণ  
         কিছু বিশৃঙ্খল,স্বভাবী দানবে।
  ভুল কর্ম করে বীরত্ব দেখালে, পতনের চিন্থ
           লাল সিগনাল হয়ে বাজে,  
নিজের দোষ গুণ বিচারে, ভূমিকা নাই যাহাদের
        মনুষ্যাকৃতি নেহি তার মাঝে।  
সৃষ্টি আমরা স্রষ্টার আদেশে আছি এই সুন্দর ভবে    
       নিজেকে সংযমে রাখি সমতা,  
স্রষ্টার ভয়ে ভীতস্ত হয় মোরা, সত্য মহৎ কর্মে    
    জেনে রেখো, স্রষ্টার সেই ক্ষমতা...!
      
      *******---*******