বালিকা, তুমি আর আমার নেই
ভাবতে,ভাবতে,সবটুকু সময়ের
লগ্ন যায় পেড়িয়ে,
তখন,হৃদপিন্ডের মাঝে,টান লাগে।
আর,মুহুর্থে,দীর্ঘশ্বাস আসে বেড়িয়ে
বালিকা,তুমি আর,আমার নেই
কেনো আমি,মেনে নিতে পারি না ?
তুমি ছাড়া,নিজেকে ভাবতে পারি না।
এতোটা কাল,এতোটা বছর,শুধু
তোমাকে কল্পনা করেছি,
আমার যত শুভ্রতা ছিল সবটুকু
তোমাকে দিয়েছি,আমি আর
আহত হতে চাই না,বালিকা।
সরল,সুন্দর মানুষ ভেবেছি তোমাকে,
তুমি আমাকে যা খুশি,ভাবতেই পারো
দিতে পারো আমাকে,কষ্ট আর অবহেলা।
আমি ব্যর্থ হয়েছি,
উড়াই,কষ্টের লাল ফানুস  
আর তোমাকে ভেবেছি আমি
সরল,সুন্দর মানুষ
ওগো"বালিকা,তুমি আর আমার নেই
আমার যত কবিতা,দিয়ে দিব লিখে
তোমার নামে,তেপান্তরের দেশে।
বালিকা,কতদিন হল,তোমাকে
আমি আর দেখি না,
দেখা হলে,তুমি কি চিনতে পারবে
উদাসী,পথিক,এই আমাকে?