-অশান্ত মনের কথা, নষ্ট দিন গুলি
সবকিছু ছিন্ন করে তুমি কার বধূ ?
আক্রোশ, আমার শরীর আহত ফুল
তুমি খাবে খাও, ভালবেসে চির মধু।
যখন তোমাকে দেখেছি,  ছবি এঁকেছি
স্বপ্নের খুলিতে কল্পন ক্যানভাসে,
আজ কবিতা লিখতে বসেছি, বিষাদে
হতাশার চাপ, পৃথিবীর ইতিহাসে।
তুমি লাল বেনারসী অঙ্গে, কার পাখি
আমি ভালবেসে এক নাম, চির ভুল,
তুমি কার স্বপ্ন জালে আজ, ভালবাসা
লাজুক চোখে, মলিন মুখে, খাও দুল।
আজ শব্দের অগ্নি তেজস্বী, চলমান
দুরন্ত যুবক, প্রতিবাদী চুম্বক, কখনো,
অপলক দৃষ্টিতে থাকিয়ে, সেই আশা
জ্বলছে একটু একটু করে, এখনো।
অবশেষ বহুদূরে , তোমার আকাশ
আশায়, আশায় আমি মৃত্তিকার রূপ,
সপ্তম বসন্ত রাগে তোমার আমার
সমাপ্ত প্রেমের মধ্যে দাগ, নিশ্চুপ ।
××××××××××××---××××××××××××