* জীবন মরণের সন্ধিক্ষনে
    পাচ্ছি আমি সাজা,
    কেউ দেখেনা,কেউ চিনে না
    তিনি, মহারাজা।
    ভবের বাড়ি, সময়ের গাড়ি
    ষ্টেশন ছাড়া চলছে ,
    সবকিছুতে মহারাজার হাত
    শাস্ত্র,কিতাব  বলছে।
    এসব কথার বৃত্তি কোথায়
    জানতে যদি চাও ?
    তাহার মত তুমি ও একটা
    পাহাড়,বানিয়ে দাও !
    আরও আছে আকাশমণ্ডলী
    পাবেনা তাতে খুটি,
    তাহার প্রশংসা,করিতে করিতে
    নিচ্ছি আমি ছুটি।