* আমি যদি হই পূর্ণের পাত্রে
   ধোঁয়া তুলসি পাতা
   তাহলে পাপ করেছে কে ?
   জন্মেছি যখন রঙিন ধরায়
   পাপ ছাড়া আছে কে ?
   আমি এই করেছি,ঐ করেছি
   পাপ করিনি তবু,
   এই কথাটা যেই বলিবে"সে
   মানুষ হয়নি কভু!
   পাপ থেকে,পঙ্কিলতা থেকে
   বাঁচতে পারেনি কেউ,
   ভুল করেছে আদম(আঃ) থেকে
   পূর্ণবান লোকেরা ও।
   পাপ করেছো,ভুল করেছো
   এই যদি হয় শিক্ষা,
   অনুতপ্তে তখন,মাফ পাওয়া যায়
   ঈশ্বর দেয়না দিক্ষা।
   আমি যদি হই পূর্ণের পাত্রে
   ধোঁয়া তুলসি পাতা
   তাহলে পাপ করেছে কে ?