তোমাকে পড়েছে মনে,অতীতের ডাইরিতে আজি
তোমাকেই ভালবেসে,আমি জীবন ধরেছি বাজী
রাত জাগা কত ভোরে,ওঠেছে নতুন সূর্যদোয়
ব্যথায় কাতর কন্ঠে, ডুবেছে কেনো এই হৃদয়?
হাসি মাখা সেই তুমি,যেনো পূর্ণীমায় ভরা চাঁদ
তোমাকেই ভালবেসে,চিরকাল আমি বরবাদ!
কেনো আজ মনে পড়ে,বিরহের দাগকাটা মুখ?
ভালোই আছি জগতে,তুমি বিহীন নকল সুখ!
কতনা আবেগ ছুঁয়ে,আমি তোমার কাছে এসেছি
অবহেলা পেয়ে তব,শুধু তোমায় ভালবেসেছি
জানি ভুল সবি ভুল,তোমার আমার সীমারেখা
বহুকাল এভাবেই,কাটিয়েছি নির্জন দুপুরে একা।
পাখি উড়ে ফিরে যায়,নিজ নিজ গৃহ অবসানে
তুমি এসে ফিরে যাও,বারবার মান অভিমানে।
তোমাকে পড়েছে মনে,সেই ডাইরিতে ধূলি জমা
তুমি আমাকে করিও,ভালবেসে শেষবার ক্ষমা!
দুইদিকে দুই পথ,আজ আমাদের চলে গেছে
ভালবাসা একরাশ,শূন্যতায় ষোল আনা মিছে
তোমাকে পড়েছে মনে,বহুদিন বহুকাল পরে
তোমার আমার প্রেম,রবে হাজার বছর ধরে।


অক্ষরবৃত্ত কবিতাঃ- ৮/১০