* তর চোখে জল কেন বলনা আমায় রিয়া
   আজ বেদনার সেই রাত,
   তর মুখে হাসি নাই কেন রিয়া
   স্পর্শে নেই,তোমার প্রেমের হাত।
   কি অদ্ভুত তুই আমাকে ভালবাসিস রিয়া
   বুঝেনি ত আগে,
   ভালবাসি তোমায়,ওগো উদাস পাগল কবি
   বলেনি, রাগে অনুরাগে।
   তর হৃদপিন্ডটা এত লাফাচ্ছে কেন রিয়া?  
   তোমাকে দেখে কবি,
   হা,হা,হা,আমাকে দেখার মত কি আছে রিয়া?
   তুমি আমার প্রতিচ্ছবি।
   তর অন্তরে,অন্তরে কি আছে কি রিয়া?
   তোমার রন্ধ্রের সেই নাম,
   আমার ভেতর বাহিরে ও তুই আছিস রিয়া  
   আমার আছে কি দাম ?
   পৃথিবীতে দাম দিয়ে কেনা যায় বস্তু
   শুধু,কেনা যায় না ভালবাসা,
   তরে বুঝাতে পারলাম রিয়া?
   তোমার গভীর অনুভূতিতে তা আমি
   বুঝতে পারি কবি।
   আচ্ছা,ভালবাসার আবহাওয়া,সংকেত
   বুঝিস কি তুই রিয়া ?
   তুমি পাশে ছিলেনা যখন,অন্ধকার ছিলো তখন
   তোমারে কবি বুঝাই কি দিয়া।
   জানিস,একটা সময় কাটতো আমার চরম দুখে
   তোকে ভেবে ভেবে?
   আমি জানি,তুমি খুব কেঁদেছো গোপনে
   কষ্ট চেপে রেখে।
   এখন ত তুই আমার আছিস রিয়া
   হারিয়ে যাবেনা তো আর,
   না যাবো না,তোমায় ছেড়ে যাবো না কবি
   রিয়া এখন তুমি কোথায়,সাড়া দাও রিয়া
   এতক্ষণ তাহলে কি আমি স্বপন দেখছিলাম
   শুনেছি ভোরের স্ব্পন নাকি সত্যি হয়।