আমার বিয়ের ঠিক আগের দিনের কথা
গায়ে হলুদের ঝমকালো অনুষ্ঠান চলছে
মেইন রাস্তা হতে আমাদের বাড়ি অবদি
বাহারি সজ্জায় লাল নীল বাতি জ্বলছে
ডেস্ক বাজছে,মানুষের যাতায়াত বাড়ছে
বন্ধুদের হাসি আর আড্ডায় জমেছে আসর
আতশবাজি,সাথে চকলেট বোমা ও ফাটাচ্ছে
বাড়ির সব ছোট বাচ্চারা সাথে বড় গুলোও  
এত আনন্দের মধ্যে ও আমার মন খারাপ
বড্ড মন খারাপ,আছি মোবাইল হাতে অপেক্ষায়।
তাদের বাড়িতে ও গায়ে হলুদের উৎসব আজ
কিন্তু,এখন ও তার আজকের খবর জানিনা!
সে কি করছে,তাদের অনুষ্ঠান কি শেষ,না শুরু
তা ও জানিনা, তার ফোন যে আসেনি এখনও
হয়তো সে অনেক ব্যস্ত,এদিকে আমাকে সবাই ডাকাডাকি করছে
নয়টা বাঁজতে আর মাত্র পাঁচ মিনিট বাকী
সবাই আমার জন্য অপেক্ষা করছে,অধীর আগ্রহে
অথচ এখনও আমি তৈরি হয়নি,কোথায় আমি
কি ভাবছি,একদিন ফোন আসেনি তাতেই চুপ
রাত পোহালেই ত আমি হব বর,ইচ্ছেটা খুব।
বর হব ভাবলেই খুশিতে,কেমন কেমন লাগে
জীবনের প্রথম অনুভূতি এটা,স্পন্দনে জাগে।
হঠাৎ,সবাই আমাকে ধরে ষ্টেজে নিয়ে তুলল
হলুদ মাখা শরীরে,আমার অনেক ছবি তুলল
মা, বাবা ভাই বোন হলুদে বরণ করে নিলো
দশটায় অনুষ্ঠান, জমকালো শেষ করে দিলো
তারপর এলো ফোন,বেজে উঠলো ঘন্টা
হ্যালো কি করো জিজ্ঞেসে ভাল হল মনটা
আহা কতহাসি,ভালবাসি,রাশি রাশি চন্দন
কাল থেকে শুরু হবে তোমার আমার বন্ধন।