তোমার আমার ভালবাসা,সলজ্জ চঞ্চল
অস্তমিত সকল আলোর উৎস,
তোমার আমার ভালবাসা,দুটি অঞ্চল
প্রবাহিত সুনীল বাতাসের দৃশ্য।
আমি বহুকাল,এমনি করে হারিয়ে যেতে চাই  
ভিতর বাহিরে অনন্ত,
তুমি আমার ভেতর,সৃষ্টির মায়াজাল
কবিতার মাঠ ঘেঁষে,সীমান্ত।
তোমার আমার ভালবাসা,স্বচ্ছ নদীর মতন
নিয়মের তালে তালে ঢেউ
দু"জন দু"জনকে এতটাই ভালবাসি
ছেড়ে থাকতে পারিনা কেউ!
তোমার আমার ভালবাসা আকাশের মত বিশাল
রব চিরদিন তোমার তরে,
বিস্তীর্ণ প্রান্তর মাঝে,দুজনার দুটি জীবন
যেনো আপন প্রাণটি ভরে।
তোমার আমার ভালবাসা বিধাতার মিশ্রণে
এক প্রেমে গড়া সৃষ্টি,
হাসি আর অশ্রুতে সাজিয়ে দিলে এ জীবন  
ভালবাসা চির,মধু মাখা মিষ্টি।