যদি আমার তরতাজা কলিজা'টা চাইতা
কলিজা ছিঁইরা, তোমারে দিয়ে দিতাম,
তারপরও ,
একটা সুযোগ, আমারে তুমি দিতে পারতা
আমি আমার সবকিছু,তোমারে দিয়া দিতাম।


অহংকার করছো,আমারে দূরে সরাইছো
বিনিময়ে,তুমি পাইছো খুশি,
একবারও ভাইবা দেখেছো কোনোদিন
আমি তোমারে বানাইছি না, তবু দোষী।


তোমার কষ্ট বুহে লইয়া পাথর হইছি আমি
তুমি বাঁনলা অন্যের ঘর,
চোক্ষের জলে,ফুদাই ফুদাই নদী বানাইছি
শুকাইয়া হইয়া গেছে চড়।


আবেগ দিয়া,ফুদাই আবেগী হইছি
আসমান ভাঙ্গিয়া পড়লো মাথার নিচে,
এহনও কি আমার মত, কেউ আছে
ঘুর ঘুর করে তোমার পিছে?


এহন ও কি তুমি আঠারোতেই আছো
নাকি পারোইয়া গেছো বিশ,
এহন ত আর তোমারে দেইখা,কেউ
বাজাই না মুহে শিষ।


আমার ভালবাসার রাজ্যে,এহন আছে একটা রাণী
তোমার চেইয়া অনেক ভালো,
ভালবাসা হাইয়া,ভালবাসা পাইছি
এক আন্ধার ঘরের আলো।