* জানালার গ্লাসে নির্বিক দুটি চোখ
    তোমায় খুব মনে পরছে ,
    বাহিরে,বাদল দিনে রিমঝিম শব্দ
    তুমুল,বৃষ্টি হয়ে ঝরছে,
    তোমায় খুব মনে পড়ছে।
    হয়তো,তোমার জন্য আমি পাগল
    আজও মাথা,নিচু করে আকাশের নীল খুঁজি
    তুমি কি ভেবে দেখেছো,ভালবাসা আর
    আবেগ নিয়ে ব্যর্থ হয়ে বেঁচে থাকা
    তোমার সুখের মতই সোজাসুজি।
    আমি হয়েছি বলির পশু,তোমার কাছে
    অবুঝ ফুটফুটে এক ছাগ,
    তোমার নীরব চলে যাওয়া
    আহত করলো আমায়,
    এখনও মালায় লেগে আছে
    রক্তের সেই দাগ।
    অনেক বছর আগে,
    যখন তোমায় কিশোরী কিশোরী লাগে
    মুখে লেগে থাকতো,
    তোমার মুক্তো ঝরা হাসি
    সেই থেকে আজ আবদি,
    আমি তোমায় ভালবাসি।
    হারানো সময়ের দিকে দুটি চোখ
    তোমায়,খুব মনে পরছে,
    বাহিরে,বাদল দিনে রিমঝিম শব্দ
    তুমুল বৃষ্টি হয়ে ঝরছে,
    তোমায় খুব মনে পরছে।