- তুমি আমার কবিতা,স্নিগ্ধ সকালে
       এক কাপ চায়ের ফাঁকে,
  তুমি আমার কবিতা,পড়ন্ত বৈকালে
       সবুজ গায়ের,শান্ত বাকে।
  তুমি আমার কবিতা,বসন্ত কালে
        কৃষ্ণচূড়ার লাল ফুলে,
  তুমি আমার কবিতার ভাষা
   বাংলা আমার আছো নির্ভুলে।
  তুমি আমার কবিতা,নীলাম্বরে
     ভেসে যাওয়া সাদা মেঘ,  
তুমি আমার কবিতা,সিন্ধুতরঙ্গ
        বাতাসের গতিবেগ।
তুমি আমার কবিতা, সেই নারীর
        একখন্ড ভালবাসা,
তুমি আমার কবিতা,নির্জন রাতে
     স্মৃতির পাতায় কিছু আশা।  
তুমি আমার কবিতা,চির বাঙ্গালি
         বাউলের সেই সুরে,
তুমি আমার কবিতা,নতুন প্রভাতে  
      ঊষালগ্ন,সোনালি ভোরে।
তুমি আমার কবিতা,অতীতের
     উষ্ণ ঠোঁটের দিকে চাওয়া,
তুমি আমার কবিতা,সবি ভুলে
       বাস্তবতার পথে যাওয়া।  
তুমি আমার এই কাঙ্কিত কবিতা
         উদ্ভাসিত জীবনের।


×××××××××××××----×××××××××××××