সখি,তুমি ফুল দিলে না,কাটা দিলে
‎আমি বিরহ গাঁথা কবি,
‎তুমি প্রেম দিলে না,আঘাত দিলে
‎এ এক,বাস্তবতার ছবি।
‎সখি,এখনো তুমি,স্বপনে আসো
‎আমার স্বপন জুড়ে,
‎বাস্তবে তুমি,কখনোই আসোনি
‎রয়েছো,বহুদূরে।
‎এখনো আমি,হারিয়ে যায়,অজানায়
‎স্মৃতির উঠোনে জল,
‎হারানো দিনগুলো,পাবো না কোনদিন
‎নিঃস্তব্ধ,কোলাহল।
‎সখি,এখনো তোমায়,বড্ড ভালোবাসি
‎বললে হবে পাপ,
‎তোমার উপর,আমার অধিকার নেই
‎মানতে পারাটা চাপ!
‎সখি,তুমি হাত দিলে না,ধরতে আমায়
‎দিয়েছো অবহেলা,
‎একদিন তোমার ও সময় পুড়িয়ে যাবে
‎এইতো বিধির খেলা।
‎সখি,তুমি আমার ভালোবাসার কবিতা
‎আমি তোমার কবি,
‎জীবনে,মরণে,এক,ভালোবাসার সংগ্রামে
‎আমি হারিয়েছি সবি।
‎সখি,তুমি ফুল দিলে না,কাটা দিলে,কাটা!