* তুমি কাঁদালে আমায়,হে নিষ্ঠুর ভাগ্য
   তুমি কাঁদালে আমায়,রিয়ার সুবাদে,
   যেনো,ভালবেসে আমি অরোগ্য
   যেনো,ভালবেসে আমি লণ্ডভণ্ড
   কালবৈশাখীর ঝড়ে খণ্ড খণ্ড
   তুমি কাঁদালে আমায়,হে নিষ্ঠুর ভাগ্য।
   আমি ছেয়েছিলাম আত্ম ভরে,
   জীবন তরে,একগুচ্ছ স্বপ্ন আশা,
   আমি পেয়েছিলাম পরে,বিষাদ ধরে
   ধ্বংসাত্মক ভালবাসা!
   তুমি কাঁদালে আমায়,হে নিষ্ঠুর ভাগ্য
   আমি দেখেছি কত,দুঃখরা শত
   এই হৃদয় করেছে জং,
   আমি লিখেছি শত,অন্তরের ক্ষত
   সেই প্রেমকাব্যে রং।
   তুমি কাদালে আমায়,হে নিষ্ঠুর ভাগ্য
   তুমি কাঁদালে আমায়,রিয়ার সুবাদে।